আমাদের ওয়েবসাইটে অর্ডার বা যেকোন প্রয়োজনে কল বা হোটসএ্যাপ ম্যাসেস করুনঃ +01303554455

আমাদের নিরাপত্তা নীতিমালা।
Our Security Policy

ফ্লাভিয়া ব্রান্ডের একটি শক্ত নিরাপত্তা নীতিমালা রয়েছে। তাই আপনি তার সাথে ব্যবসা/পণ্য ক্রয়/যে কোন লেনদেন বা যোগাযোগ রাখতে পারেন। কারণ উক্ত নীতিমালার কারণে আপনার আনুসাঙ্গিক সব ধরনের নিরাপত্তা আপনি পাবেন। 

তথ্য নিরাপত্তাঃ

১। ফ্লাভিয়া ব্রান্ড কখনও তার কোন ক্রেতা/ব্যবসায়িক পার্টনার/সাপ্লাইয়ার/কর্মীদের কোন তথ্য বাহিরে কিংবা তার কোম্পানীর ভেতরেও প্রকাশ করেনা বা ভবিষ্যতেও করবেনা। তাই আপনার সব ধরনের তথ্য যেমন; নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইউজার নেম, আপনার ঠিকানা, ব্যাংক হিসাব নম্বর, ডেভিট/ক্রেডিট কার্ড নম্বর/কথপোকথন সবকিছু নিরাপদ।

২। ফ্লাভিয়া ব্রান্ড কখনও আপনার কোন ইমেইল/চ্যাটিং পাবলিকলি/ব্যক্তিগতভাবেও বাইরে প্রকাশ করবেনা। তবে রিভিউ হিসাবে কখনও প্রকাশ করার প্রয়োজন দেখা দিলে আপনার পুর্বানোমতি গ্রহণ করবে, অন্যথায় প্রকাশ করবেনা। 

৩। ফ্লাভিয়া তার কোন কর্মীদের কাছ থেকে তার নথির  অরিজিনাল কপি, অর্থ বা কোন সম্পদ জামানত রাখেন না। প্রয়োজন মতো শুধু তাদের ব্যক্তিগত নথির ফটোকপি জমা রাখেন, যা সম্পুর্ন নিরাপদ।

 

পণ্যের নিরাপত্তাঃ

১। ফ্লাভিয়া তার প্রিমিসেসে উৎপাদিত প্রতিটি পন্যের প্রসেসিং, প্যাকেজিং ও ডেলিভারীর লিখিত নথি, সিসিটিভি রেকর্ড ৩০ দিনের বেশী সময় সংরক্ষন করেন। তাই আমোদের উৎপাদিত সকল পণ্য নিরাপদ। এমনকি শিপমেন্ট করার উদ্দেশ্যে কার্টুন করার সময় প্রতিটি পণ্য চেক ও সিসিটিভি দ্বারা মনিটরিং করা হয়। তাই উক্ত কার্টুনের মাধ্যমে আপনার বা আপনাকে পাঠানো পণ্যের কারনে আপনার কোন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই। 

২। ফ্লাভিয়ার প্রতিটি পণ্য ফুডগ্রেড জারে ফয়েল পলি ও সিং পলি দিয়ে আদ্রতা নিরোধক প্যাকেজিং করা থাকে। তাই কোনভাবে পণ্যের গুনগতমান নষ্ট বা পন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকেনা। 

৩। ফ্লাভিয়া পণ্য প্রসেসিং করার সশয় সর্বাধুনিক মেশিন ব্যবহার করে থাকে, তাই পণ্যের সাথে কোন ধরনের বালি/ময়লা মিশ্রিত হওয়ার সম্ভাবনা একদম নেই। 

৪। ফ্লাভিয়ার কর্মী ও কর্মকর্তাবৃন্দ পণ্য প্রসেসিং ও প্যাকেজিং সেকশন ভিজিট/কাজের সময় নির্দিষ্ট পিপিই ব্যবহার করে থাকেন, তাই পণ্য থাকে শতভাগ নিরাপদ। 

৫। ফ্লাভিয়ার সকল কর্মী শারিরিকভাবে পরীক্ষিত/ফুড পন্য প্রসেসিং কাজে যোগ্যতা সম্পন্ন। তাই পণ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোন সম্ভাবনা নেই।