আমাদের ওয়েবসাইটে অর্ডার বা যেকোন প্রয়োজনে কল বা হোটসএ্যাপ ম্যাসেস করুনঃ +01303554455

আমাদের পরিচিতি।
Our Identity

 ফ্লাভিয়া “এবি অর্গানিক প্রডাক্টস মিল” কোম্পানীর ট্রেডমার্ককৃত বাংলদেশী একটা অর্গানিক মশলা ব্রান্ড। যারা হলুদ, মরিচ, ধুনিয়া, জিরা, দারুচিনিসহ অন্যান্য মশলা স্বাস্থ্য সম্মতভাবে তাদের নিজস্ব কারখানায় আধুনিক মেশিনে গুড়া করে ফুডগ্রেড জারে ক্রেতাদের কাছে ন্যায্য মুল্যে খুরচা ও পাইকারীভাবে বাজারজাত করে থাকে। 

ফ্লাভিয়া এর বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, তাদের প্রতিটা পণ্যে সম্পুর্ন খাটি ও বিশুদ্ধ। যার মধ্যে কোন কেমিক্যাল, কৃত্রিম ফ্লেভার বা কালার মেশানো হয়না। কৃষকের কাছ থেকে উন্নত জাতের শস্য ক্রয় করে নিজেদের প্রসেসিং প্লান্টে গুড়া করে বাজার জাতকরে থাকে। তাই তুলনামুলক বাজারের অন্যান্য ব্রান্ডের তুলনায় ন্যায্য মুলে/কম দামে ক্রেতাদের কাছে সরবরাহ করতে পারে। 

কোম্পানীর তথ্যঃ

  • ব্রান্ড নামঃ “ফ্লাভিয়া
  • কোম্পানীর নামঃ এবি অর্গানিক প্রডাক্টস মিল।
  • লাইসেন্স নং – ০২৩৭৭২
  • মোবাইল নং – ০১৩০৩-৫৫৪৪৫৫।
  • ইমেইল নং- info@flaviaorganic.com, sales@flaviaorganic.com, flaviaorganics@gmail.com
  • অফিশিয়াল ফেইসবুক পেইজঃ www.facebook.com/flaviaorganics
  • আমাদের ওয়েবসাইটঃ www.flaviaorganic.com

আমাদের বৈশিষ্টঃ

  •  আমারা শতভাগ খাটি ও বিশুদ্ধ পণ্য সরবরাহ করি।
  • আমরা কাস্টমাইজ প্রডাক্ট প্রসেসিং করি। অর্ডার পাওয়ার পরে প্রডাক্ট তৈরি করি। তাই আমাদের সকল প্রডাক্ট ফ্রেস ও তাজা। 
  • আমরা ক্রেতাদের উৎসাহ দেওয়ার জণ্যে ডিসকাউন্ট দিলেও, পণ্যের মান একই থাকে।
  • যেকোন ক্রেতা আমাদের পণ্য ক্রয় করার পরে, যদি তিনি কোয়ালিটি নিয়ে সন্তুষ্ঠ না হন, তাহলে আমরা প্রডাক্ট রিটার্ন নেই ও টাকা রিফান্ড করি। 
  • আমাদের প্রতিটিা প্রডাক্ট ফুডগ্রেড জারে ভেতরে ফয়েল পলি ও বাইরে সিং পলি দিয়ে সীল করে আদ্রতামুক্ত করে বাজাজাত করা হয়।  


বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকায় দেখতে পাই, বাজারে ভেজাল ও মাণহীন পন্যের ভরে গেছে। আর সেগুলো খেয়ে আমাদের শরীরে অজান্তেই বাসাবাধে বড় বড় রোগ-ব্যধি। তাই কোয়ালিটি সম্পন্ন মশলা বাজারজাত করার জন্য আমরা আমাদের এই ধরনের উদ্দ্যেগ গ্রহণ করেছি, যা ক্রেতাদের ভালো পন্যের নিশ্চয়তা ও স্বাস্থ্য সুরক্ষা দিবে বলে আমাদের বিশ্বাস।

আপনাদের যেকোন পরামর্শ ও মতামত আমাদের উন্নয়নের জন্য সাদরে গ্রহণ করা হবে। 

ধন্যবাদ।